সৈয়দপুরে খালের মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

 

মাটি
মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মো. জাকির হোসেন, পিবিএ, সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুর পাঠানপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের খালের মাটি কেটে বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি)সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।

ওই এলাকার মৃত জালাল খানের ছেলে সবুর খান পানি উন্নয়ন বোর্ডের খালের ওপর মাটি দিয়ে ভরাট করে কৃষি জমির মাটি কেটে পরিবহনের মাধ্যমে বিক্রি করার দায়ে তাকে মোবাইল কোর্ট আইনের তফসিলভূক্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ঢাকা আদায় করে তাকে মুক্তি দেয়া হয় ভরাটকৃত খাল পরিস্কার করার শর্তে।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার, সৈয়দপুর থানার পুলিশকে সহযোগিতা করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

পিবিএ/কেএইচ/জেডআই

আরও পড়ুন...