গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্পর্শিয়া

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। জুনে আসছে তার অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’। এটি পরিচালনা করেছেন চিত্রনায়িকা রোজিনা। এদিকে ছোট পর্দায় দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না তাকে। গুঞ্জন উঠেছে নাটকে কাজ করবেন না স্পর্শিয়া।

তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে নায়িকা বলেন, অভিনয় ছাড়া তো বাঁচতে পারবো না। এখন সিনেমা আর ওয়েবে কাজ করছি। সেরকম গল্প ও চরিত্র হলে নাটকও করবো।

আরও পড়ুন...

preload imagepreload image