নাটোরে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাটোরে মামলা করা হয়েছে।
সোমবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে নাটোর সদর থানায় এ মামলা করেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বাস ভঙ্গকারী, কটূক্তিকারী, আইন অমান্যকারী, রাষ্ট্রবিরোধী, মিথ্যা তথ্য প্রচারকারী এবং সন্ত্রাসীদের মদদদাতা। তারা নিয়মিতভাবে এসব কর্মকাণ্ড করে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করে থাকেন। গত ১৯ মে রাজশাহী জেলার পুঠিয়া থানার শিবপুর হাইস্কুল মাঠে এক জনসভায় মির্জা ফখরুলের নির্দেশনায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হুমকি ও তাকে উদ্দেশ্য করে অশালীন বক্তব্য দেন।

মামলায় আরো বলা হয়, তিনি ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে এমন হুমকি দেন, যা বিভিন্ন মাধ্যমে প্রচার হয়। এতে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট ও প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় নাটোরসহ দেশজুড়ে অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন...