মো. শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় প্রবাসি বাংলাদেশিদের নিয়ে মিলনমেলার আয়োজন করেছে “কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার কাউন্সিল অব সাউথ আফ্রিকা।”
রবিবার (২৮ মে) জোহানেসবার্গ শহরের অদুরে রিটভ্লি জু ফার্মে বিভিন্ন শহর থেকে প্রায় ৮ শতাধিক প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদ মাহমুদের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া, বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনিছ রহমান, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার কাউন্সিলের উপদেষ্টা আব্দুল আউয়াল তানসেন, উপদেষ্টা মো. মোশাররফ হোসাইন, দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আখতারুজ্জামান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার কাউন্সিলের উপদেষ্টা ফয়েজ উল্লাহ, আবু নাছের শামীম, আমির হোসেন বাবর, মোয়ারেফ হোসেন রতন,মাহবুবুর রহমান জিয়া, সাইফুল হোসেন জুয়েল,আব্দুল হালিম জামিল, মিজানুর রহমান, এনামুল হক মাষ্টার, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো. শরীফ উদ্দিন, সহ সভাপতি আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক নাদিম হোসেন রুবেল, মাঈন উদ্দিন, মাহফুজ আলম, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, সহ অর্থ সম্পাদক ইব্রাহীম খলিল নোমান, সহ প্রচার সম্পাদক একরামুল হক, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কমিউনিটি নেতা ডা: এজে মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসেন, ডেবিটনের বিশিষ্ট ব্যবসায়ী মেসবাহ উদ্দিন, জোহানসবার্গের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন, ইসলামিক ফোরাম অব আফ্রিকা’র জেনারেল সেক্রেটারি ইব্রাহীম আহমেদ, কেন্দ্রীয় সহকারি জেনারেল সেক্রেটারি আলী আকবর, আবুল কাশেম, বিএনপি নেতা জহিরুল আলম তরুণ, বিএনপি নেতা কাজল মিয়া, আরিফ হোসেন, নাজমুল হোসাইন, এস এম কফিল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু নাছের হাজারী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইব্রাহিম সোহাগ, যুবলীগ নেতা মোহাম্মদ অপু, মোহাম্মদ হাসান, আবু সুফিয়ান, বুড্ডিস্ট কমিউনিটি ফোরামের শৈবাল বড়ুয়া, বিকন বড়ুয়া, পল্টু বড়ুয়া, স্প্রিংস ইউনিটির সভাপতি মোহাম্মদ লিটন, জামালপুর ফোরামের আহবায়ক কবীর হোসেন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের সভাপতি সায়েম রহমান, নোয়াখালী এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, নেক মানি সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী কাজী ফরহাদ কামাল, সাউথইস্ট এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ম্যানেজার শাহিন আলম, শাপলা টিভির সিও নোমান মাহমুদ, যমুনা টিভি প্রতিনিধি নুরুল আলম, আর টিভি দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি ফারুক আস্তানা, সাউথ বাংলা এস.এইচ. মোহাম্মদ মোশাররফ, এবং গণমাধ্যম কর্মী মো. সৌরভ, আমিরুল ইসলাম, আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
সার্বিকভাবে সহযোগীতা করেন আব্দুর রাকিব, মোঃ জসিম উদ্দিন, বেলাল হোসেন, জাকের হোসেন পারভেজ, হারুনুর রশিদ, রফিকুল ইসলাম আজাদ, সাইফুল ইসলাম, হাফেজ মাসুদ, মো.ইলিয়াস আরবের রহমান রাহাত, মহিন উদ্দিন, মানসুর আহমেদ প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে পুরুষ, মহিলা ও বাচ্ছাদের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ আগত সকল শিশুদের মাঝে বিশেষ উপহার তুলে দেয়া হয়।