লগ্নজিতার ‘প্রেমে পড়া বারণ’

lognojita

পিবিএ ডেস্ক : ‘বসন্ত এসে গেছে’ গানটি দিয়ে দিয়ে বাংলা গানের জগতে গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল লগ্নজিতা চক্রবর্তীর। এবার তার ‘প্রেমে পড়া বারণ…, কারণে অকারণ…।’ গত মঙ্গলবারই মুক্তি পেয়েছে শিলাদিত্য মৌলিকের আসন্ন ছবি ‘সোয়েটার’-এর প্রথম গান। লগ্নজিতার গাওয়া এই গান কম্পোজ করেছেন রণজয় ভট্টাচার্য। শিলাদিত্য বলেছিলেন, ‘এই গানটার একটা সমস্যা আছে। একবার শুনলে কানে লুপে বাজবে থাকবে’-গান শোনার পর পরিচালকের কথাই মেনে নিচ্ছেন সবাই।

এ প্রসঙ্গে লগ্নজিতা বলেন, ‘২০১৫ থেকে আমার ক্যারিয়ারগ্রাফ দেখলে বুঝবেন, খুব বেশি কাজ করিনি। যে কয়টা করেছি লোকে শুনেছেন। সেটার কারণ হয়তো আমার গলা যেমন, তাতে সব কাজ করা যায় না। আর অ্যাডভান্টেজ এটাই, যে কটা কাজ হয়, সব কয়টা নোটিসড হয়। এই গানটা রণজয়ের বানানো। ও আমার বন্ধু। ছয় মাস আগে রণজয়ের মুম্বাইয়ের বাড়িতে একদিন আড্ডা দিতে গিয়েছিলাম। ওর তৈরি, ওর লেখা বেশ কিছু বাংলা গান আছে। সেগুলো শোনার সুযোগ পাইনি। সেদিন ওর অনেকগুলো গান শুনেছিলাম। সবকটাই ভাল লেগেছিল। কিন্তু এটা অনবদ্য। এই গানটা কলকাতায় অনেক পরিচালক, প্রযোজককে শুনিয়েছিলাম। প্রত্যেকেই ভাল বলেছিল। কিন্তু সে সময় যা প্রজেক্ট করছিল, তাতে এই গানটা ব্যবহার করা যেত না। শিলাদিত্য হঠাত্ই রণজয়ের কাছে গানটা শুনে নিতে চেয়েছিলেন। তখন গানটা অলরেডি গেয়ে ফেলেছি।’

মুম্বাইতে রেকর্ড হওয়ার পর এই গান অ্যারেঞ্জ হয়েছে কলকাতায়। লগ্নজিতা মনে করেন, এই গানটা আলাদা করে নজরে পড়বে সকলের। ‘সোয়েটার’-এর গল্পে ‘টুকু’ (ইশা সাহা)র জীবনে জড়িয়ে থাকবে এই গান।

পিবিএ/জিজি

আরও পড়ুন...