পিবিএ ডেস্ক : পাকিস্তানের বেসরকারি চ্যানেলগুলো ভারতীয় সিনেমা ও টেলিভিশন শো দেখাতে পারবে না। গত মঙ্গলবার এমনটাই জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পুলওয়ামা হামলা ও সার্জিক্যাল স্ট্রাইক পরবর্তী পরিস্থিতিতে পাক শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত। পাক চ্যানেলে ভারতীয় অনুষ্ঠান দেখানো নিয়ে চলা মামলার শুনানি অবশ্য অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছে।
বালাকোটে ভারতীয় বিমান হামলার পরই পাক তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন পাকিস্তানি ফিল্ম এক্সিবিটার্স অ্যাসোসিয়েশনকে ভারতীয় সিনেমা বয়কটের ডাক দিয়েছিলেন। ভারতে তৈরি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধেও ‘পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’কে নির্দেশ দিয়েছিলেন তিনি। পুলওয়ামায় সিআরপিএফ বাহিনীর উপর হামলার পর ভারতও পাক কলাকুশলীদের সঙ্গে কাজ বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে।
পিবিএ/জিজি