লন্ডনে সন্ত্রাসী হামলা রুখে দিল পুলিশ

london-police

পিবিএ ডেস্ক : লন্ডনে বড়সড় সন্ত্রাসী হামলার চক্রান্ত নস্যাৎ করা হয়েছে। শহরের তিনটি স্থান থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এগুলি ছোট আইইডি বলে জানিয়েছে তারা। পুলিশের সন্ত্রাস বিরোধী টিম পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ হেথ্রো বিমানবন্দর প্রথম বোমাটি উদ্ধার করে পুলিশ। সকাল ১১.৪০ মিনিট নাগাদ ওয়াটারলু স্টেশন থেকে দ্বিতীয় বোমাটি উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরে সিটি এয়ারপোর্টে তৃতীয় বোমার সন্ধান পাওয়া যায়। উদ্ধার বিস্ফোরকগুলো শক্তিশালী নয় বলে জানা গিয়েছে। কে বা কারা এগুলি এখানে রাখল তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী এর সঙ্গে সন্ত্রাসবাদীদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

বিমানবন্দর ও রেল স্টেশনসহ ৩ জায়গা থেকে বিস্ফোরক উদ্ধারের খবরে সাধারণ মানুষের মধ্যে সাময়িকভাবে আতংক ছড়িয়ে পড়লেও রেল বা বিমান পরিষেবা স্বাভাবিক আছে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...