পিবিএ ডেস্ক : ‘৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। কিন্তু আমার কাছে একদিন নয়। প্রতিটা দিনই নারী দিবস। আসলে প্রত্যেক মেয়ে, অর্থাত্ নারীর মধ্যেই মা দুর্গা থাকেন। প্রত্যেক মহিলাই দশভুজা। ঘরে-বাইরে সমানতালে সামলাচ্ছেন। প্রত্যেক মেয়েকেই এটা করতে হয়। আমার মায়ের কথাই যদি বলি…। একদিকে আমার পড়াশোনা, অন্য দিকে কাজ…সবই সামলাচ্ছে। মায়েদের কাজটা আমরা বুঝতে পারি না। খুব স্মুথ হয়ে যায় তো…। শুধু আমার মা নয়, সব মেয়েদেরই করতে হয় এটা। তাই প্রত্যেকটা দিনই তো তাদের, আমাদের।’
নারী দিবস উপলক্ষ্যে এই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তিনি ভারতীয় প্রচারমাধ্যম আনন্দবাজারে এ বিষয়ে লিখেছেন। ভারতে নারীর প্রতি সহিংসতা বেড়েছে। তাই এ বছর নারী দিবসে সচেতনতা তৈরীতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে দেশটির সেলেব্রেটিরা।
পিবিএ/জিজি