কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ ফল আতা। বর্তমানে বিদেশি ফুল ও ফলের দিকে ঝুকঁছে মানুষ। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ। সময়ের ব্যবধানে বইয়ের পাতায় লিপিবদ্ধ আছে আতা গাছ ও তোতা পাখির কথা। এমন দৃশ্য দেখা সচরাচর চোখে পড়া ভারী দায় । ছবিটি বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রাম থেকে তোলা। ছবি: পিবিএ/ তৌহিদ তুহিন

আরও পড়ুন...