চিকিৎসারত অবস্থায় চারদিন পর ইবি’র কেন্দ্রীয় মসজিদের ইমামের মৃত্যু

নাজমুল হুসাইন ,ইবি প্রতিনিধি: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমদ চিকিৎসারত অবস্থায় আজ রাত ১১টা ১৫মিনিটের দিকে মৃত্যু বরণ করেছেন। হাসপাতালে অবস্থানরত তাঁর ভাতিজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ তার অপারেশনের ডেট ছিলো। তবে অক্সিজেন লেভেল নিচে নেমে যাওয়ায় এটি স্থগিত করা হয়। পরে রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, গত মঙ্গলবার ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশে গ্রিনলাইন বাসে রওনা দেন ড. শোয়াইব আহমদ। পথে মাগুরা পৌঁছানোর পর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ড. শোয়াইব আহমদ মারাত্মক আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিলে ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি আইসিইউতে চিকিৎসারত অবস্থায় ছিলেন।
উল্লেখ্য, ড. শোয়াইব আহমাদ শুরু থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। এছাড়াও অর্থসহ আল কুরআন ও সালাত শিক্ষা, অর্থসহ হিফযুল কুরআন কোর্স, ড. শোয়েব’স স্পোকেন ইংলিশ এবং এরাবিক শিক্ষার সংক্ষিপ্ত কোর্সেরও উদ্ভাবক তিনি।

আরও পড়ুন...