শরীফ উদ্দিন, আফ্রিকা: আফ্রিকার দেশ মোজাম্বিক নিয়াসা প্রভিন্সিয়ায় ডাকাতের এলোপাতাড়ি ছুরির আঘাত ও গুলি করে সাদাকাদ হোসেন (২৮) নামে বাংলাদেশি খুন হয়েছে।
শনিবার (১০জুন) আনুমানিক রাত ১টার দিকে সাদাকাদ হোসেনের নিজ বাসায় একদল ডাকাত হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সাদাকাদ হোসেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া গ্রামের মৃত নুরুল কবির চৌধুরীর ছেলে। দীর্ঘদিন ৬ বছর ধরে তিনি প্রভিন্সিয়া নিকায়ালা শহরে ব্যবসা করে আসছিলেন। কোরবানির ঈদের পর তিনি দেশে গিয়ে বিয়ে করার পরিকল্পনা ছিলেন। সেই স্বপ্ন আর পুরন হলোনা।