বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ইল্ড ঘুরে দাঁড়িয়েছে। এছাড়া গত মে মাসে দেশটিতে ভোক্তা মূল্য সূচক ঊর্ধ্বমুখীর গতি কমে গেছে।

এ তথ্য সামনে আসার পর ব্যবসায়ীরা মনে করছেন, সুদের হারের ওপর চাপ সৃষ্টি করতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দর হ্রাস পেয়েছে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

জানা গেছে, মঙ্গলবার কার্যদিবস শেষে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৪৪ দশমিক ০৪৯৯ ডলারে।

এর আগে বেঞ্চমার্কটির দর শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পায়। ইউএস মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর এ ঊর্ধ্বগামিতা তৈরি হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৫৭ দশমিক ৩ ডলারে।

বেঞ্চমার্ক ইউএস ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড বেড়ে ৩ দশমিক ৮০৭ শতাংশে দাঁড়িয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠেছে বুলিয়ন।

নিউইয়র্ক ভিত্তিক স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওয়াং বলেন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ভোক্তা ক্রয় সূচক (সিপিআই) প্রকাশিত হয়েছে। এরপরই স্বর্ণের দরপতন ঘটেছে।

আরও পড়ুন...