পিবিএ,গোপালগঞ্জ: আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসুচির আয়োজন করে।
বুধবার( ৬মার্চ) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়রা খানম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা আক্তার, বিশিস্ট সমাজ সেবীকা সাবিনা ইয়াসমিন, নুসরাত জাহান, লিলি বেগম বক্তব্য রাখেন।
এসব বক্তরা নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। এ মানববন্ধনে শহরের বিভিন্ন নারী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও সাধারন মানুষ অংশ নেন।
অপরদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী বক্তব্য রাখেন।
পিবিএ/এফএস