৯ বছর পর হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেফতার

পিবিএ,ঢাকা: র‌্যাব-২ এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর”র শীর্ষ নেতা মোঃ শাকির খান’কে দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত মোঃ শাকির খান (৪২) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর এর শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গী সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে।

মোঃ শাকির খান (৪২) এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মোট ২টি জঙ্গি মামলা রয়েছে এবং আদাবর থানার মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ইস্যুকৃত সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ শাকির খান’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল (২৪ জুন) বিকালে রাজধানীর ঢাকার কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর” শীর্ষ নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য মোঃ শাকির খান (৪২)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জঙ্গি আসামি সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল কর্তৃক ইস্যুকৃত সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি। সে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে “হিযবুত তাহরীর” বাংলাদেশ শাখার আমীরের সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রুপ লিডারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করে। গ্রেফতারকৃত আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হিযবুত তাহরীর” অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...