পিবিএ,ডেস্ক : পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা কমিয়ে আনতে আবারো সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দিয়েছে আমেরিকা। গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ডেপুটি মুখপাত্র রবার্ট পালাদিনো।
ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবস্থান কি- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওয়াশিংটনের অবস্থান হলো, আমরা উভয় পক্ষকে উত্তেজনা কমানোর পদক্ষেপ নিতে আহ্বান জানাই। এর মধ্যে রয়েছে সরাসরি যোগাযোগ।” তিনি আরো বলেন, আমেরিকা জোরালোভাবে বিশ্বাস করে যে, দেশ দুটির মধ্যে সামরিক তৎপরতা আরো বাড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলছে, উত্তেজনা কমাতে বার বার আলোচনার প্রস্তাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু তার শান্তির উদ্যোগকে বার বারই প্রত্যাখ্যান করেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেতৃত্বাধীন সরকার।
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস বা সিআরপিএফ’র ৪৪ সদস্য নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে মারাত্মক সামরিক উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে দু দেশের মধ্যে কয়েক দফা বিমান হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটেছে।
পিবিএ/জেডআই