গোপালগঞ্জে দুই নারীসহ তিনজনের আত্মহত্যা

আত্মহত্যা
প্রতীকী ছবি

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের আলাদা স্থানে পারিবারিক কলহের জের ধরে দুই নারীসহ তিনজন আত্মহত্যা করেছে। বুধবার ভোর রাতে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম উত্তরপাড়া এবং কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী এবং মঙ্গলবার বিকালে তেতুলবাড়ী এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম উত্তরপাড়া এলাকার মেহেদী হাসানের সাথে তার স্ত্রী ফাতেমা বেগমের (২৩) মধ্যে কলহ চলে আসছিল। এর জের ধরে ভোর রাতে বাড়ীর পাশের একটি গাছের সাথে রঁশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহ্ত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

অপরদিকে, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, পরিবারিক বিষয় নিয়ে স্বামী কায়কোবাদ হোসেন ফকিরের সাথে স্ত্রী রেনু বেগমের (২৩) কহল চলে আসছিল। এর জের ধরে গলায় রঁশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রেনু বেগম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহেউদ্ধার করে।
একই উপজেলার তেতুলবাড়ী গ্রামের বিষেশ্বর বাড়ৈই ছেলে বিদ্যুৎ বাড়ৈ পারিবারিক কলহের জের ধরে বিষ পান করে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।

ওসি আরো জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ দু’টি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে কোটালীপাড়া থানায় দু’টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...