রাজধানীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

পিবিএ,ঢাকা: চাঁদপুরের মতলব উত্তর থানার চাঞ্চল্যকর মোবারক হত্যা মামলার এজাহারভুক্ত পলাকত আসামি আমজাদ’কে রাজধানীর ডেমরা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল (৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় একটি অভিযান পরিচালনা করে গত ১৭ জুন চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বাহাদুরপুর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মোবারক হোসেন বাবু’কে গুলি করে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় রুজুকৃত হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি আমজাদ হোসাইন (৩৫)-কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত ঘটনার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

preload imagepreload image