সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পর্তুগালে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দেশটির ছোট জেলা সান্তারাই শহরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ৩ জন পর্তুগিজ নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার দিন সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান বাংলাদেশি শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহিম আখন্দ (৪১)।
এদিকে, আহত দুইজন পর্তুগিজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা ও একজনকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী লিসবনে পাঠানো হয়েছে।
নিহত শাহিনুর রহমানের দেশের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বালুখন্ড গ্রামে ও ইব্রাহিম আখন্দের মাদারীপুরের রাজৈর উপজেলায়।
বর্তমানে তাদের মৃতদেহ দেশটির সান্তারাই সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা আছে। বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটির নেতৃবৃন্দরা দেশে মরদেহ পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।