পিবিএ,ঢাকা-জাতীয় পার্টির (এরশাদ) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র আপিলে অবৈধ ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের শুরুতে ১০টি মনোনয়নপত্র অবৈধ, বৈধ ১৫ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানির শুরুতেই জাপা’র সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ ১০ জনের আপিল আবেদন অবৈধ ঘোষণা করে আদালত। আর বৈধতা পায় ১৫ মনোনয়ন এবং দুটি স্থগিত রেখে আদালত।
৭ ডিসেম্বর, শুক্রবার ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়।
৬ ডিসেম্বর শুনানির প্রথম দিন শুনানি হয় ১ থেকে ১৬০টি আপিল আবেদনের। শুনানি শেষে ৮০ প্রার্থী বৈধ আর অবৈধ হয় ৭৬ প্রার্থীর আবেদন ও স্থগিত করে বাকি চার প্রার্থীর আপিল।
শুনানির দ্বিতীয় দিনে ১৬১ থেকে ৩১০ পর্যন্ত আপিল আবেদনের শুনানির মাধ্যমে নিষ্পত্তি করবে কমিশন। আর তৃতীয় দিন ৮ ডিসেম্বর ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদন নিষ্পত্তি করা হবে।
শুনানিতে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
পিবিএ/এসআই/জেডআই