বার্সাকে হারিয়ে কাতালান চ্যাম্পিয়ন জিরোনা

পিবিএ,ক্রীড়া ডেক্স: প্রথমবারের মতো কাতালান সুপার কাপের শিরোপা জিতলো জিরোনা। ক্রিস্তিয়ান স্তুয়ানির একমাত্র গোলে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

গতকাল দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি-লুইস সুয়ারেসসহ কয়েকজনকে বিশ্রামে রেখে মাঠে নামে বার্সা। যার ফলটা মাঠেই ভুগতে হয়েছে তাদের। যদিও ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রাখে লা লিগা চ্যাম্পিয়নরা। তবে সেই অনুযায়ী সুযোগ কাজে লাগাতে পারেনি।

ম্যাচের ৬৯তম মিনিটে পার্থক্য গড়ে দেন জিরোনা তারকা স্তুয়ানি। স্প্যানিশ মিডফিল্ডার ভালেরি ফের্নান্দেস বার্সেলোনার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টির সুযোগ নিয়ে স্পট কিকে সরাসরি জাল খুঁজে নেন এই উরুগুয়ে ফরোয়ার্ড।

২০১৪ সাল থেকে লা লিগায় খেলা কাতালুনিয়ার সেরা দুই ক্লাবকে নিয়ে কাতালান সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়। যার মধ্যে বাকি ক্লাবগুলো খেলে টুর্নামেন্টের আগেই।

প্রতিযোগিতায় আগের তিনবারের দুবার চ্যাম্পিয়নর হয় বার্সা। আর একবার হয়েছে এস্পনিওল।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...