চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালের বিদায়

real

পিবিএ ডেস্ক : এক বছর আগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার সময়ই কথাটা বলেছিলেন জ়িনেদিন জ়িদান। তিনি বলেছিলেন, ‘পরের বছর আমার পক্ষে এই ক্লাবকে আর ট্রফি দেওয়া কঠিন।’ আর এখনকার রিয়াল ম্যানেজার সান্তিয়াগো সোলারি হাড়ে হাড়ে বুঝছেন জ়িদানের কথাটা কতটা খাঁটি। বুঝছেন মূলত একটাই কারণে। তার দলে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ নেদাল্যান্ডসে গিয়ে আয়খ্স আমস্টারডামকে ২-১ হারিয়ে এসেছিল রিয়াল। সবাই ধরেই নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল খেলবেই গতবারের চ্যাম্পিয়ন ক্লাব। তা-ও নিজের মাঠ সান্তিয়াগো বর্নাব্যুতে খেলা। অথচ মঙ্গলবার ম্যাচ শেষের স্কোর লাইন বলছে— রিয়াল ১ : আয়াখ্স ৪। সত্যিই অবিশ্বাস্য। যার মানে দাঁড়াল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন। দুই ম্যাচ মিলে গোল গড়ে ৫-২ জিতে ডাচ ক্লাবই পৌঁছে গেল শেষ আটে।

প্রায় এক দশক পরে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে খেলছে রোনালদোকে ছাড়া। পর্তুগিজ তারকা এখন তার নতুন ক্লাব জুভেন্তাসের প্রধান ভরসা। আর পুরনো ক্লাব রিয়াল তলিয়ে যাচ্ছে ক্রমশ। রোনালদো মাদ্রিদে থাকার সময় রিয়াল জিতেছিল মোট ১৬টি ট্রফি। স্পেনে রোনালদো নয় বছরে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগই জিতেছে চার বার। সেমিফাইনালে উঠেছে টানা আট বার। ব্যতিক্রম ২০০৯-’১০ মৌসুম। সেবারই একমাত্র রিয়াল প্রি-কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়। সেবার টানা ছয় আসরে রিয়াল কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে যায়। এবং সেখান থেকে রোনালদো কার্যত একা টেনে তোলেন স্পেনের ক্লাবকে। তার হাত ধরেই রিয়াল বারো বছর পরে জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ।

মাদ্রিদ জুড়ে এখন একটাই কথা। এই হারের জন্য কাকে দায়ী করা হবে? মাত্র ১১৩ দিন দায়িত্বে থাকা আর্জেন্টাইন ম্যানেজার সোলারিকে না রোনালদোর জুভেন্তাসে চলে যাওয়ার ঘটনাকে? শুধু তো চ্যাম্পিয়ন্স লিগে নয়। নিজেদের মাঠে পরপর দু’বার এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হার। কোপা দেল রে-র সেমিফাইনাল থেকে বিদায়। লা লিগা খেতাব জয় দূরের ব্যাপার। এক নম্বরে থাকা বার্সেলোনা যে ইতিমধ্যেই তাদের থেকে ১২ পয়েন্ট এগিয়ে গিয়েছে। মজাটা হচ্ছে এ হেন অবস্থাতেও সোলারি বলে দিয়েছেন যে, কোনও অবস্থাতেই তিনি হাল ছাড়তে রাজি নন। তিনি বলেন, ‘ক্লাবের খারাপ সময় পালিয়ে যাওয়ার লোক আমি নই। আমাদের এখন মাথা ঠান্ডা রাখাই প্রধান কাজ। এখনই আমাদের বেশি করে চারিত্রিক দৃঢ়তা দেখাতে হবে। রিয়াল মাদ্রিদ যে কোনও ব্যক্তির থেকে অনেক বড়। বারবার এই ক্লাব ঘুরে দাঁড়িয়েছে। আরও শক্তিশালী হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...