আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে বিদেশিরা মজা পায়: মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় এসে সন্ত্রাস, লুটপাট, হত্যা ও জঙ্গিবাদ কায়েমের মাধ্যমে দেশে যে অরাজকতা সৃষ্টি করেছিল তার পুনরাবৃত্তি এ দেশে আর হবে না। মানুষ ঘৃণাভরে ওই লুটতরাজদের প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, বিএনপি ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়েছিল। তাদের সেই অগ্নিসন্ত্রাসে শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। হাজার হাজার মানুষকে পঙ্গুত্ববরণ ও ঝলসে দেওয়া হয়েছে। বিএনপির রাজনীতিতে হত্যা ও সন্ত্রাস ছাড়া আর কোনো অর্জন নেই।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ১৭ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়। সম্প্রতি ছাত্রদলের সন্ত্রাসীরা লাকসাম পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি অনিককে হত্যা করা হয়েছে। আন্দোলনের নামে বিএনপিকে আর কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড- চালানোর সুযোগ দেওয়া হবে না।

তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে কলুষিত করার জন্য বিএনপিকে দায়ী করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এখন তারাই আবার সেই ব্যবস্থায় ফিরে যেতে চায় যেন তারা আবার মানুষকে ধোঁকা দিতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সংবিধানের বাইরে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনূস ভুঁইয়া, সহ-সভাপতি অহিদ উল্লাহ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা প্রমুখ।

আরও পড়ুন...