নাবালককে ১০০ বার সেক্স করতে বাধ্য করেছেন এই শিক্ষিকা!

Master

পিবিএ ডেস্ক : নাবালকদের যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার এক শিক্ষিকা। মার্কিন এই মহিলা শিক্ষিকার নাম হেদার উইনফিল্ড। তার বিরুদ্ধে ১১ বছর বয়স থেকে নাবালককে শতাধিকবার জোর করে সেক্সে বাধ্য করার অভিযোগ উঠেছে। শিক্ষিকার বিরুদ্ধে উপহারের লোভ দেখিয়ে যৌন সঙ্গমে বাধ্য করার অভিযোগ করেছে ওই পড়ুয়া।

মিশিগানের এই মহিলার বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ এনেছে ১৪ বছরের এক কিশোর। তিন সন্তানের মা উইনফিল্ড তাকে দামি উপহার দিয়ে সেক্সে বাধ্য করেছিল বলে অভিযোগ করেছে ওই কিশোর। ১১ বছর বয়স থেকে কমপক্ষে ১০০ বার সেক্সে বাধ্য হয়েছে বলে অভিযোগ তার। ফ্লোরিডা ও টেনেসিতে পারিবারিক ছুটিতেও পড়ুয়াকে সঙ্গে নিয়ে গিয়ে সেক্সে বাধ্য করত উইনফিল্ড। নিগ্রহের ছবি ও ভিডিও তার কাছে রয়েছে বলেও দাবি করেছে সে।
ফেসবুকে উইনফিল্ডের মেসেজ দেখে বয়ফ্রেন্ডকে পুলিশের কাছে নিয়ে যায় ওই কিশোরের বান্ধবী। অভিযোগের পরই উইনফিল্ডকে চাকরি থেকে বরখাস্ত করেছে স্কুল। তার বিরুদ্ধে মামলা চলছে আদালতে। যদিও নাবালকের সঙ্গে সেক্সের সব অভিযোগই অস্বীকার করেছে ওই শিক্ষিকা।

পিবিএ/জিজি

আরও পড়ুন...