পিবিএ.ঢাকা: হত্যা মামলাসহ একাধিক মামলার ১২টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি খোরশেদ আলম’কে রাজধানীর ওয়ারী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল (২৫ জুলাই) র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী থানাধীন বনিয়ানগর মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ থানার মামলা নং-১৯(৯)১৪, ধারাঃ দ্রুত বিচার আইনের-৪(১)/৫, ফতুল্লা থানার মামলা নং-৩২(১১)১৪, ধারাঃ দ্রæত বিচার আইনের-৪/৫, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং-২২(৫)২০১৩, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৪২৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০, নারায়নগঞ্জ থানার মামলা নং-১১(৩)১৫, নারায়নগঞ্জ থানার মামলা নং-৮(২)১৩, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩৫৩/৩৩২/৩০৭/৪২৭ পেনাল কোড ১৮৬০, ফতুল্লা থানার মামলা নং-২৭(৫)১৩, ফতুল্লা থানার মামলা নং-৪৪(১)১৫, ফতুল্লা থানার মামলা নং-৪৫(৭)১৩, ধারাঃ দ্রুত বিচার আইনের ৪/৫, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-২২(৫)২১, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/৪২৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০, ফতুল্লা থানার মামলা নং-১২(৭)১৩, ধারাঃ দ্রæত বিচার আইনের ৪(১)/৫। হত্যা মামলাসহ উপরোক্ত মামলার ১২টি ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ খোরশেদ আলম (৩৮)-কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি হত্যা মামলাসহ উপরোক্ত মামলার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উপরোক্ত মামলার বিষয়গুলো জানতে পেরে দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।