কেরানীগঞ্জে আমৃত্যু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পিবিএ,ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ এলাকা হতে হত্যা মামলায় আমৃত্যু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুখ্যাত খুনি মোঃ তারিকুল হাসান ওরফে হাসান ফকির’কে গ্রেফতার করেছে র‌্যাব ১০।

গ্রেফতারের বিষয়টি জানান র‌্যাব-১০- এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

বুধবার (২৬ জুলাই) বিকেলে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন চড়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানীর বাড্ডা থানার মামলা নং-১৪(৪)১৬, ধারা-৩০২ পেনাল কোড। উক্ত হত্যা মামলায় আমৃত্যু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টবুক্ত পলাতক আসামি কুখ্যাত খুনি মোঃ তারিকুল হাসান ওরফে হাসান ফকির (৩০)-কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর বিষয়টি জানতে পেরে দীর্ঘদিন যাবৎ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...