পিবিএ, গোপালগঞ্জ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাইকেল র্যালি ও সদর উপজেলায় আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপি এ সাইকেল র্যালি ও গোপালগঞ্জ পৌরসভা আলোচনা সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন চত্ত্বর থেকে সাইকেল র্যালিটি শুরু হয়। প্রায় তিন কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা অনুষ্ঠিত আলোচনা সভয় কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুরেশ দাস, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজী, গ্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, মনোরঞ্জন বাড়ৈ, আলবার্ট সরকার বক্তব্য রাখেন। র্যালিতে কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের ৩২জন ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করেন।
অপরদিকে, এ দিবসটি উপলক্ষে জেলা সদরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা চত্বর থেকে মেয়র কাজী লিয়াকত আলী লেকুর নেতৃত্বে র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে গোপালগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে পৌরসভা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিবিএ/বিএস/ জেডআই