এসএসএসি: কোন বোর্ডে কত শতাংশ পাস

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী।

শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এরপর ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রকাশিত ফলাফলে বিশ্লেষণে দেখা গেছে, এ বছর পাসের হারে এগিয়ে আছে যশোর শিক্ষা বোর্ড। ছেলেদের তুলনায় বেশি পাস ও জিপিএ-৫ পেয়েছে মেয়েরা।

বোর্ড ভিত্তিক ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ০৩ শতাংশ। রাজশাহী বোর্ডে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাশের হার ৯১ দশমিক ২৮ শতাংশ, যশোরে ৯৫ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৮৭ দশমিক ৫৩ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ৬১ শতাংশ, সিলেট ৭৮ দশমিক ৮২ শতাংশ, দিনাজপুরে ৮১ দশমিক ১৬ শতাংশ, রংপুর ও ময়মনসিংহে ৮৯ দশমিক ০২ শতাংশ।

এছাড়া কারিগরি বোর্ডে এবার পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

ফলাফলে দেখা গেছে, এবার জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ শিক্ষার্থী। গত বছরের চেয়ে জিপিএ-৫ বেড়েছে ১ লাখ ৫ হাজার ৭৬২। শতভাগ পাশ করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ২ হাজার ৯৭৫।

আরও পড়ুন...