ইজতেমা মাঠে হামলাকারিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

পিবিএ, ঢাকা: গত ১ ডিসেম্বর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের মুসল্লিদের উপর হামলা, হামলাকারিদের শাস্তি ও মাঠের গেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে তাবলীগ জামাতের জুবায়েরপন্থীরা।

শুক্রবার জুমার নামাজের পর পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে আশ পাশের এলাকা হতে টঙ্গি ষ্টেশন রোডে জড়ো হয় মুসল্লিরা। এরপর স্টেশন রোড হতে বিক্ষোভ মিছিলটি টঙ্গি কলেজ গেটে গিয়ে শেষ হয় । এ সময় মাওলানা সাদ ও ওয়াসিফ গংদের ফাঁসির দাবিতে স্লোগান দেন জুবায়েরপন্থীরা।

সমাবেশে বক্তারা গত ১ ডিসেম্বর ইজতেমা মাঠে জুবায়েরপন্থী মুসল্লিদের উপর হামলাকারিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি এবং আগামী সোমারের মধ্যে ইজতেমা মাঠের গেট খুলে দেয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে আরো মুসল্লি তাদের সাথে যোগ দেন। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও আশ পাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিল পুলিশ বিজিবিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পিবিএ/ইএইচকে/জেডআই

আরও পড়ুন...