অপরাজিত মেরি কম

marry

পিবিএ ডেস্ক : ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম ৪৮ কেজি থেকে ৫১ কেজি বিভাগে প্রত্যাবর্তনের পরেও দুরন্ত ছন্দে আছেন। বার্লিনে প্রশিক্ষণ সফরে তিনটি বাউটেই প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিয়েছেন তিনি। গত নভেম্বরে খেলোয়াড় জীবনের ছয় নম্বর বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ী মেরি দ্বিতীয় অলিম্পিক্স পদক জয়ের লক্ষ্যে আছেন। ৪৮ কেজি বিভাগ অলিম্পিক্সে আর না থাকাতেই ২০১২ অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মেরি ৫১ কেজি বিভাগে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।

বার্লিনে তিনটি বাউটে ইউক্রেন, জার্মানি এবং নরওয়ের প্রতিপক্ষকে হারান মেরি। তিনটি বাউটেই প্রতিপক্ষদের দাঁড়াতেই দেননি তিনি। ৫-০ জেতেন তিনি। বার্লিন থেকে সংবাদ সংস্থা পিটিআইকে মেরি বলেছেন, ‘স্কোরলাইনে যতটা মনে হচ্ছে বাউটগুলো ততটা সোজা ছিল না। তবে যেভাবে আমি খেলছি তাতে খুশি। দেখা যাক এরপরে কী হয়।’ ৩৬ বছর বয়সি কিংবদন্তী ভারতীয় বক্সার তার এই ছন্দের জন্য কোচ ছোটে লাল যাদবকে কৃতিত্ব দিয়েছেন। যিনি জাতীয় দলেও সহকারী কোচের দায়িত্বে আছেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...