পিবিএ ডেস্ক : ভারতের বালাকোটের ঘটনার প্রেক্ষিতে জেলার পুলিশ সুপার ও কমিশনারদের উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারির নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লোকসভা নির্বাচনে ভিআইপিদের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়। জঙ্গি হামলার আশংকার কথা জানিয়ে সেদিকেও নজর দিতে বলা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভিডিও কনফারেন্স হয়।
নদী পথে পাকিস্তান ফের হামলা চালাতে পারে বলে বুধবার সতর্কতা প্রকাশ করেছিলেন ভারতের নৌবাহিনী প্রধান। সেই প্রসঙ্গেই রাজ্য পুলিশের কর্মকর্তারা এদিন বলেন, ‘পাকিস্তান মানে শুধু আরব সাগর নয়। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা দিয়েও আক্রমণ হতে পারে। তাই বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।’ নির্বাচনের সময়েও জঙ্গি হামলার আশংকা করছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। তারা জানান, গত কয়েক মাসে জামাত-উল-মুজাহিদিন (বাংলাদেশ)-এর বেশ কয়েকজন জঙ্গি ধরা পড়েছে। ভোটের সময় শুধু জঙ্গি গোষ্ঠী নয়, মাওবাদীরাও হামলা করতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে পুলিশ সুপার এবং কমিশনারদের। সবদিক খতিয়ে দেখে কড়া নজরদারির সুপারিশ করা হয়েছে। পুলিশকর্তারা জানান, রাজ্য গোয়েন্দা দফতরের সঙ্গে সব সময় সমন্বয় রেখে চলতে হবে। নিরন্তর তথ্যের আদানপ্রদান করতে হবে প্রশাসনের সব পক্ষের মধ্যে।
ভোটের সময় কেন্দ্রীয় মন্ত্রীদের সুরক্ষার বিষয়ে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির অফিসারদের কী ধরনের সহযোগিতা করতে হবে, পুলিশ সুপার ও কমিশনারদের কাছে সেটাও বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এদিনের বৈঠকে জঙ্গি ও মাওবাদী হানার কয়েকটি ঘটনার ভিডিওচিত্র দেখানো হয়। ওই সব ঘটনায় কোথায় কোথায় সুরক্ষার গাফিলতি ছিল, তাও তুলে ধরা হয়েছে। রাজ্য পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ওই ভিডিওর মাধ্যমে গাফিলতির বিষয়টি তুলে ধরে নিরাপত্তার ফাঁকফোকর সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সচেতন করে দেওয়া হয়েছে।’
পিবিএ/জিজি