ধর্ষিত হয়েছিলেন প্রথম মার্কিন নারী পাইলট!

martha

পিবিএ ডেস্ক : মার্কিন বিমানবাহিনীর প্রথম মহিলা পাইলট মার্থা ম্যাকস্যালি। অর্জন করেছিলেন যুদ্ধক্ষেত্রে বিমান ওড়ানোর যোগ্যতাও। এখন বর্তমনে তিনি অ্যারিজ়োনার রিপাবলিকান সিনেটর। তিনি ২৬ বছর সেনাবাহিনীতে কাটিয়েছেন। মার্থা জানিয়েছেন, বিমানবাহিনী থাকাকালীন উর্ধ্বতন অফিসার ধর্ষণ করেছিলেন তাকে।

বুধবার সিনেটেরই এক শুনানিতে বিষয়টি নিয়ে মুখ খোলেন মার্থা। সেনাবাহিনীতে যৌন নিগ্রহ রুখতে এবং এমন অভিযোগ উঠলে কী পদক্ষেপ নেওয়া হবে-সেই নিয়েই শুনানি চলছিল সিনেটে। ম্যাকস্যালি বলেন, এর আগে যৌন নিগ্রহের কথা প্রকাশ্যে আনেননি, কারণ তার সেনাবাহিনীর উপরে কোনও বিশ্বাস ছিল না। তাছাড়া, দ্বিধাও ছিল। অভিযুক্ত অফিসারের নাম জানাননি তিনি। তিনি বলেন, ‘বহু বছর নীরব ছিলাম। কিন্তু আমার ক্যারিয়ারের শেষের দিকে দেখছিলাম বাহিনীতে নানা কেলেঙ্কারি হয়েই চলেছে। আর সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। তাই মনে হল, কিছু লোককে জানানো উচিত আমিও নিগ্রহের শিকার।’ তিনি আরও বলেন, ‘আমার অভিজ্ঞতার কথা বলতে চেষ্টা করার সময়েই বুঝেছিলাম কতটা ভয়ংকর পরিণতি হতে পারে। ১৮ বছর কাজের পরে কিছুটা গুটিয়ে নিয়েছিলাম নিজেকে। বাকি নিগৃহীতার মতো মনে হত, গোটা রাষ্ট্রযন্ত্রই আমায় আবার ধর্ষণ করছে।’

মার্থা বলেন, সেনাবাহিনীর মধ্যে যে সব পদ্ধতিগত ব্যর্থতা রয়েছে, তা তিনি জীবন দিয়ে বুঝেছেন। যৌন হেনস্থার সমস্যাটা বুঝতেই পারেননি অনেক কমান্ডার।
মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন কেরি ভোলপে এক বিবৃতিতে বলেছেন, ‘সিনেটর ম্যাকস্যালি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, তার জন্য আমরা ব্যথিত এবং দুঃখিত। ওর পাশে আছি। বাহিনী থেকে এই ধরনের আচরণ নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...