ছাদ থেকে পড়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরীন নুসরাত মারা গেছেন। তিনি সাভারের আশুলিয়ায় একটি ছয় তলা বিশিষ্ট ভাড়া বাড়িতে স্বামীর সাথে বসবাস করতেন। সেই বাড়ির ছাদ থেকে আজ আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে পড়ে মারা গেছেন বলে সূত্র নিশ্চিত করেছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলেছে ধারনা অনেকের।

ঘটনার পর নিহতের স্বামী ইব্রাহিম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহত নওরীন নুসরাতে বাড়ি টাঙ্গাইলে। তার স্বামী ইব্রাহিম খলিলের বাড়ি চাঁদপুর জেলায়।গত ২১ জুলাই পারিবারিক ভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। তিনি ভলভো ব্যাটারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন।

বাড়ির ম্যানেজার ফারুক হোসেন বলেন, ইব্রাহিম খলিল আমাদের বাড়িতে ৬ মাস যাবত রয়েছে। এরপর ১৫ দিন হলো ইব্রাহিম তার স্ত্রী নওরীনকে নিয়ে আসেন। আজ বিকেলে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায় নওরীন।

পরে খবর পেয়ে নুসরাতকে নিয়ে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে জানানো হলে মরদেহ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান সাংবাদিকদের বলেন, নিহতের মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের কারো অভিযোগ নেই। কী কারণে মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয়।

তার মৃত্যুর বিষয়ে বিভাগের সভাপতি সাহিদা আখতার জানান, নওরীনের পারিবারিক সূত্রে জানতে পেরেছি সে তার স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতো। যতটুকু জানতে পেরেছি সেখানে ৬ তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত। তার আগে থেকেই মেন্ট্রাল স্ট্রেস ছিলো।

প্রসঙ্গত, বর্তমানে নওরীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নওরীনের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন...