ষাট স্ত্রী নিয়ে দুই দেশে বসবাস !

পিবিএ ডেস্ক: ভারত-মায়ানমার সীমান্তবর্তী গ্রামের আদিবাসী গোত্র কোনয়াক। এই গোত্রের রাজা একই সাথে ভারত ও মায়ানমারে মোট নব্বইটি গ্রাম পরিচালনা করেন। আর তার বাড়িটির অবস্থানও খুব অদ্ভুত, যার এক অংশ ভারতে অপর অংশটি মায়ানমারে।
গোত্র কোনায়কের রান্নাঘর মায়ানমারে হলেও ভারতে শোবার ও অন্যান্য ঘর। আর এই রাজ্য প্রধানের স্ত্রী একজন দুইজন না ষাট জন! কাগজে কলমে তারা সবাই ভারতীয় নাগরিক হলেও মায়ানমারে রয়েছে তাদের অবাধ যাতায়াত।

রাজ্য প্রধানের গ্রামের নাম লোংগা আর এই গ্রামের প্রায় ত্রিশ ভাগ লোক মায়ানমারের বাস করে। প্রায় দুই হাজার কিলোমিটার ফ্রী মুভমেন্ট জোনে ভারত ও মায়ানমারের নাগরিক কোন বিধি নিষেধ ছাড়াই চলাচল করে।

মজার ব্যাপার হচ্ছে এইসব এলাকায় এখনো বিনিময় প্রথার প্রচলন রয়েছে। আর একই স্কুল ও হাসপাতালে দুই দেশের মানুষই সেবা গ্রহন ও পড়াশোনা করছে।

তবে কোন ধরণের নিরাপত্তা সমস্যা দেখা দিলে দুই দেশের নিরাপত্তা রক্ষীরাই এর সমাধান করে থাকেন। তবে অস্ত্র ও মাদক পাচারের রুট হিসেবে দিনকে দিন এই অঞ্চল নিরাপত্তা হুমকিতে পড়ছে বলে জানা গেছে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...