রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
সাজাপ্রাপ্ত শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয় ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার কাউনিয়া এলাকার মৃত শচীন্দ্র ক্ষত্রিয়’র ছেলে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম ঘাতক স্বামী শুভন আহমেদ ওরফে প্রেমানন্দ ক্ষত্রিয়কে এ মৃত্যুদণ্ডের আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী (পিপি) আক্রাম হোসেন জানান, পরিচয় সূত্রে দেওয়ানগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ডিভোর্সী নারী ইয়াসমিন আক্তারের সঙ্গে ময়মনসিংহের প্রেমানন্দ ক্ষত্রিয় (শুভন আহমেদ) এর বিয়ে হয়। মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ের পর থেকেই জমিজমা নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কহল চলছিল। একপর্যায়ে ২০২০ সালের ১ জুলাই রাতে নব মুসলিম শুভন আহমেদ তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তারের গায়ে পেট্রোল ঢেলে গ্যাসের চুলার উপর ধাক্কা দিয়ে ফেলে শরীরে আগুন ধরিয়ে দেন। এসময় ইয়াসমিনের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ইয়াসমিন দীর্ঘ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০২০ সালের ১৩ জুলাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইয়াসমিন দগ্ধ হওয়ার ঘটনায় তাঁর বড় বোন দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। পরবর্তীতে ইয়াসমিন মারা যান। এ মামলায় আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঘাতক স্বামীকে মৃত্যুদণ্ড দেন আদালত।