রাবিতে সমাজকর্ম দ্বি বার্ষিক সম্মেলন ৯ মার্চ

r-u-pbaপিবিএ,রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন আগামি ৯মার্চ (শনিবার)। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ছাদেকুল আরেফিন এ তথ্য জানান।
ছাদেকুল আরেফিন পিবিএকে জানান, শনিবার সকাল সাড়ে ৯ টায় সমাজকর্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল চত্বরে র‌্যালি ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যেমে সম্মেলনটির উদ্বোধন করা হবে।

এতে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। সম্মানিত অতিথির বক্তব্য রাখবেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা ও অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এমাজ উদ্দিন।
এদিকে আলোচনা শেষে এদিন সন্ধ্যা ৬টায় বিশ^বিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে বলে জানান তিনি।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...