আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এবারো শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনে জঙ্গিদের বাংলার মাটি থেকে উৎখাত করা হবে।
২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এর আয়োজন করে।
ড. আব্দুর রাজ্জাক বলেন, আজ আবারো শপথ নিন, বাংলার মাটি থেকে জঙ্গিদের উৎখাত করবো, এটাই হোক আমাদের শপথ। যারা সাম্প্রদায়িকতাকে ধারণ করে তারা পশুতুল্য। আমি তাদেরকে ঘৃণা করি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, আমরা দেখেছি ৭৫-এর পর ক্ষমতা দখল করে সুপরিকল্পিতভাবে আমাদের মুক্তিযুদ্ধের দর্শনকে ধ্বংসের চেষ্টা চালানো হয়। ২০০১ সালে একটি নীলনকশার নির্বাচনের মাধ্যমে তারা চেয়েছিল আওয়ামী লীগকে শেষ করবে।ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজমসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।