পিবিএ ডেস্ক : এর আগেও একাধিকবার বড় বড় শিল্পপতিদের নাম গুলিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেও এমন কাণ্ড ফের ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যার জেরে খোদ অ্যাপল সংস্থার সিইও টিম কুক টুইটারে আপাতত নিজের নামই পাল্টে ফেলেছেন। টুইটারে তার অ্যাকাউন্ট খুললে দেখা যাচ্ছে টিমের পাশে কুক পদবিটি নেই। তার জায়গায় রয়েছে তারই সংস্থার সেই অতি পরিচিত কামড় দেওয়া আপেলের লোগো।
দিন দুই আগে হোয়াইট হাউসে টিম কুকের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। তার মেয়ের জামাই জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। বৈঠক শেষে টিমের প্রশংসা করতে গিয়ে মুখ ফসকান প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আপনারা সত্যিই এ দেশে প্রচুর বিনিয়োগ করেছেন। তার জন্য আপনার প্রশংসা প্রাপ্য মিস্টার টিম অ্যাপল।’ ব্যস, ‘কুক’-এর জায়গায় ট্রাম্প ‘অ্যাপল’ বলায় সঙ্গে সঙ্গে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ট্রাম্প কন্যা ইভাঙ্কাও বিষয়টি নিয়ে টুইটারে মজা করেছেন। যদিও বৈঠকের পরে সরকারি বিবৃতিতে হোয়াইট হাউসের তরফে ভুলটি শোধারনো হয়। তারা টিমের নামের পরে একটি হাইফেন ব্যবহার করে অ্যাপল শব্দটি লিখেছে।
পিবিএ/জিজি