
পাকিস্তানের মুলতান শহরে পর্দা উঠল এশিয়া কাপের ১৭তম আসরের। ছয় জাতির টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছে ‘হাইব্রিড মডেলে’। যেখানে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়েছে নেপাল।
বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নেপাল। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। খেলাটি দেখা যাবে স্টার স্পোর্টস, গাজী টিভি ও টি স্পোর্টসে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
এদিকে নেপালের বিপক্ষে মাঠে নামার একদিন আগেই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। প্রতিপক্ষের বিপক্ষে শক্তিশালী একাদশই ঘোষণা করেছেন বাবররা। পরিসংখ্যান ও ইতিহাসে নেপাল বেশ পিছিয়ে থাকলেও হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকেরা। চার ব্যাটারের সঙ্গে চার অলরাউন্ডারকে একাদশে রেখেছে তারা।
ইমাম উল হকের সঙ্গে ওপেনিং করবেন ফখর জামান। তিন ও চারে অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ান। এরপর চার অলরাউন্ডার ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খানের সঙ্গে থাকছেন মোহাম্মদ নওয়াজ। পেস বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদিকে সঙ্গ দেবেন নাসিম শাহ ও হারিস রউফ।
নেপালকে যে হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান, গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তেমনটিই জানিয়েছেন বাবর। পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘নেপালে অনেক ভালো খেলোয়াড় আছে, আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না, তবে আমরা সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।