তৃতীয় সন্তানকেও বাঁচাতে পারলেন না শামিমা

shamima

পিবিএ ডেস্ক : বাংলাদেশী বংশোদ্ভূত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি শামিমা বেগমের নবজাত পুত্র সন্তানটি মারা গিয়েছে। এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস। উত্তর সিরিয়ায় এই বাহিনীর শিবিরেই এখন রয়েছেন আইএস জঙ্গিদের পরিবারের কয়েক হাজার মানুষ। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, তিন সপ্তাহ বয়সী শামিমার ওই সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। তারা বলেছে, ‘এ ধরনের ঘটনা যেকোন পরিবারের জন্যই হৃদয় বিদারক এবং কষ্টকর।’

শামিমার আইনজীবী মোহাম্মদ তসনিম আকুঞ্জি প্রথম টুইটারে লিখেছিলেন, ‘শামিমার ছেলের মৃত্যু হয়েছে বলে জোরালো খবর রয়েছে। যদিও তার সত্যতা এখনো মেলেনি। বাচ্চাটি ছিল ব্রিটিশ নাগরিক।’ এই বক্তব্য কিছুক্ষণের মধ্যেই পাল্টা টুইটে খারিজ করে দেন ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’-এর মুখপাত্র মুস্তাফা বালি। মুস্তাফার দাবি, ‘শামিমার ছেলের মৃত্যুর খবর ভুয়া। বাচ্চাটি ভাল আছে, সুস্থ আছে।’
পরবর্তীতে তারা স্বীকার করে এই ঘটনা।

ব্রিটিশ নাগরিক শামিমা ১৫ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয়। বিয়েও করে এক জঙ্গিকে। দু’বার মা হন তিনি। অপুষ্টিতে মারা যায় সেই দুই সন্তান। এখন তার বয়স ১৯। তৃতীয় সন্তানটিকে বাঁচাতে শামিমা ফিরতে চেয়েছিল দেশে। কিন্তু তার নাগরিকত্ব খারিজ করে দেয় ব্রিটিশ সরকার। বাংলাদেশও জানিয়েছে, তারা ঢুকতে দেবে না শামিমাকে। ফলে অনিশ্চিত তার ভবিষ্যৎ।

পিবিএ/জিজি

আরও পড়ুন...