রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে এসএসসি-২০২৩ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রাম পেসমেকার ৬৫০ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রামের ফাউন্ডার এন্ড সিইও ডা. অনিক ঘোষের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি ফারুক আহাম্মেদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে। আজকে যারা শিক্ষার্থী মেধা তালিকায় রয়েছে আমি বিশ্বাস করি তোমরা আগামী দিনে আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, একটি জাতির মূল মেরুদন্ড হলো মেধা। তোমরা হলে দেশের প্রাণ। তোমাদের মেধা কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন ধারা অব্যাহত রেখেছে এই উন্নয়নের ধারা তোমরা মেধাবী শিক্ষার্থীরা অংশিদার হবে এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা।
এ সময় ৬৫০ জনের অধিক শিক্ষার্থীদেরকে সংবর্ধনা হিসেবে টি-শার্ট, চাবির রিং, সার্টিফিকেট, ক্রেস্ট ও ফাইল ফোল্ডার দেওয়া হয়।
অনুষ্ঠানে জামালপুর পেসমেকার একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রামের প্রোগ্রাম কো-অডিনেটর শাহরিয়ার নাজিম সীমান্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শাওনেয়াজ সিফাত ও পাঠাগার বিষয়ক সম্পাদক মীর মো. রাফিউল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।