পিবিএ ডেস্ক: আন্তজার্তিক নারী দিবসে ভুটানের পারো থেকে ভারতের বাগডোগরা হয়ে ব্যাঙ্কক গেলো একটি বেসরকারি সংস্থার বিমান, যার যাবতীয় দায়িত্ব ছিল নারীদের হাতে।
রয়্যাল ভুটান এয়ারলাইন্সের (ড্রুক-এয়ার) বিমান সপ্তাহে চার দিন পারো থেকে বাগডোগরা হয়ে ব্যাঙ্কক যায়। শুক্রবার (৮ মার্চ) এয়ারবাস-৩১৯ বিমানটিতে (কেবি১৩০) ৮৯ জন যাত্রী ছিলেন।
বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই বিমানের যাবতীয় দায়িত্ব নারীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার, ইঞ্জিনিয়র, কেবিন ক্রু, পুশব্যাক টিম, চেকইন, ক্যাটারিং থেকে গ্রাউন্ড স্টাফ— সকলেই ছিলেন নারী।
এদিন বিমানটির মূল দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন উগেন ডেমা। তিনি ২০০৬ সাল থেকে ড্রুক এয়ারে কাজ করছেন। তাকে সাহায্যের জন্য ছিলেন সিনিয়র ফার্স্ট অফিসার সোনাম লহমো এবং ফ্লাইট ইঞ্জিনিয়র সোনাম ডেকি শেরিং। সোনাম ডেকি ভুটানের একমাত্র লাইসেন্সপ্রাপ্ত এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়র।
এয়ারলাইন্সটির পক্ষ থেকে মহিলা যাত্রীদের জন্য একটি লাকি ড্রয়ের ব্যবস্থাও করা হয়। নারী যাত্রীদের একটি করে কুপন স্ক্র্যাচ করতে দেওয়া হয়।
পিবিএ/জেআই