ট্রাম্পের প্রাক্তন প্রচার ব্যবস্থাপকের ৪৭ মাসের জেল!

paul

পিবিএ ডেস্ক : কর ফাঁকি, ব্যাংক প্রতারণাসহ একাধিক অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। গত বৃহস্পতিবার ম্যানফোর্টের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন ভার্জিনিয়ার জেলা আদালতের বিচারক টি এস এলিস। রায় দেওয়ার সময় আদালত নির্দেশ দিয়েছে, ৪৭ মাস জেলে কাটানোর পাশাপাশি ম্যানাফোর্টকে ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি ৪০ লাখ ডলার এবং জরিমানা হিসেবে আরও ৫০ হাজার ডলার দিতে হবে।

বিবিসি জানিয়েছে, অবৈধভাবে প্রভাবিত করার অভিযোগে ম্যানাফোর্টের বিরুদ্ধে আগামী সপ্তাহে আরও একটি মামলার রায় ঘোষণা করা হতে পারে। ইউক্রেনে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজের সূত্রে কয়েক কোটি ডলার মূল্যের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে ম্যানাফোর্টের বিরুদ্ধে। গত অগস্ট মাসে তার বিরুদ্ধে কর ফাঁকি, ব্যাংক প্রতারণা এবং বিদেশী ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ হওয়া সমেত মোট আট দফা অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন।

উল্লেখ্য, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্তের সূত্র ধরে ম্যানাফোর্টের অপরাধের তথ্যগুলো বেরিয়ে আসে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...