আবারও সাকিবদের টিম ডিরেক্টর হচ্ছেন সুজন!

আর মাসখানেক পরই শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। স্বপ্নের মতো দল নিয়ে বাংলাদেশ এবার সর্বোচ্চ লক্ষ্য অর্জনের আশা নিয়েই যাচ্ছে বিশ্বকাপে। সেই আশার পালে বাড়তি হাওয়া যোগ করলেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটের এই খ্যাতনামা ব্যক্তিকে বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন সুজন। সূত্রের ভাষায়, ‘সাবেক এই অধিনায়ক বোর্ড ও দলের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ রক্ষায় কাজ করবেন। এ ছাড়া টিম ডিরেক্টর হিসেবে তার অতীতেও কাজ করার অভিজ্ঞতা আছে।’

জানা গেছে, মঙ্গলবারই এসেছে সুজনকে টিম ডিরেক্টর করার এই সিদ্ধান্ত। এখনো অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে রাসেল ডমিঙ্গো প্রধান কোচ থাকাকালে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেন সুজন। বেশ কয়েকটি সিরিজে এ দায়িত্ব পালন করা এই কিংবদন্তিই তখন দলের সব কিছু দেখভাল করেছেন।

এর পর চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নিলে সুজনকে জাতীয় দল থেকে অনেকটা দূরে সরে যেতে দেখা যায়।

এতে নানা ধরনের কথাবার্তা ডালপালা মেললেও শেষ পর্যন্ত হাথুরুর সঙ্গে টাইগারদের বিশ্বকাপ স্বপ্ন পূরণের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে দেখা যাবে সুজনকে, টিম ডিরেক্টর হিসেবেই।

আরও পড়ুন...