এশিয়া কাপ: শ্রীলংকা-বাংলাদেশ

সাকিব আউট, চাপে বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। প্রথমে টসে হেরে ব্যাটিং করে বাংলাদেশকে ২৫৮ রানের টার্গেট ছুড়ে দেয় শ্রীলংকা। এমন টার্গেটে ব্যাট করতে নেমে পিচে বেশিক্ষণ থিতু হতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। মাথিশা পাথিরানার বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন তিনি। এ সময় তিনি করেন ৭ বলে ৩ রান।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ৭৩ রান। পিচে লিটন দাস (৬* ) ও মুশফিকুর রহিম (৩*) ব্যাট করছেন।

বাংলাদেশের সামনে লড়াকু টার্গেট দাঁড় করিয়েছে এশিয়া কাপের সহ আয়োজক দেশ শ্রীলংকা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করে শ্রীলংকা। ফলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৫৮ রান। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে বাংলাদেশের আনে ওপেনিং পরির্বতন।

গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ওপেন করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিরাজ। এরপর পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচেও তাকে ওপেন করতে পাঠায় দল। তবে এ দফায় তিনি ব্যর্থ হন। ফেরেন ‘গোল্ডেন ডাক’ মেরে। তবে সেই ব্যর্থতার পরও ফের মিরাজকে ওপেন করতে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক হলো। অন্য প্রান্তে আছেন মোহাম্মদ নাঈম।

আজ লংকানদের বিপক্ষে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছেন ওপেনার নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। দুইজনের জুটি পঞ্চাশ রান পার করে বাংলাদেশ দল। দলীয় ১২ ওভারে মাথায় মাথিশা পাথিরানার বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন মিরাজ।

১২তম ওভারের প্রথম বলটি খাটো লেন্থে করেছিলেন শানাক। নিচু হয়ে আসা সেই বলে পুল করেই যেন ভুল করেন মিরাজ। মিডউইকেটে সফট ডিসমাল হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ২৮ রান।

মিরাজের আউট হওয়ার দলীয় ১৪তম ওভারের শানাকার বাউন্সারে অযথা হুক করতে গিয়ে উইকেট বিলিয়ে দেয় নাইম শেখ। তিনি ২১ রান করে আউট হয়েছেন। চলমান এশিয়া কাপে নাঈমের আগের ইনিংসগুলো এমন- পাকিস্তানের বিপক্ষে ২০, আফগানিস্তানের বিপক্ষে ২৮ ও শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ১৬।

আরও পড়ুন...