পিবিএ ডেস্ক : নারী দিবস প্রত্যেকে নিজের মতো করে পালন করেছেন। এক একজনের অভিব্যাক্তি একেক রকম। কেউ প্রিয় নারীকে সোশ্যাল মিডিয়ায় উইশ করেছেন, আবার কেউ এই দিনটা তার প্রিয় নারীর জন্যে আরও স্পেশাল করে তুলতে করে ফেলেছেন এমন কিছু যা তিনি সচারচর করেন না। ঠিক যেমনটি করলেন ভারতীয় ক্রিকেটার সচীন টেন্ডুলকার।
তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী তার মা। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে সচীন তার মায়ের জন্য কিচেনে গিয়ে নিজে হাতে রান্না করলেন। জোগাড় থেকে শুরু করে পাকা হাতে খুন্তি নাড়া সবই করলেন অনায়াসে।
তার ছোটবেলার প্রিয় বেগুনের ভর্তা করে খাওয়ালেন মাকে। অবশ্য এর ভাগ পেলেন তার জীবনের অন্য দুই নারী। এরা হলেন তার মেয়ে সারা ও স্ত্রী অঞ্জলী। ছেলে হাতে রাঁধা বেগুনের ভর্তা অবশ্য খুবই পছন্দ হয়েছে মায়ের। রান্নার সেই ভিডিও পোস্টও করেছেন সচীন। আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।
পিবিএ/জিজি