শেরপুর গজনীর লেক পুন:খনন কাজের উদ্বোধন

pba picপিবিএ,শেরপুর: গজনী দিয়েই শেরপুর জেলা সমধিক পরিচিত কেননা এখানে পাহাড়, শালবন সেই সাথে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের লোকজনের বসবাসের কারণে গজনী এ অঞ্চলের অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুস সামাদ। তিনি শনিবার দুপুরে গজনী অবকাশের ১নং লেক পুন:খনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, লেকের পানি, পুকুরের পানি যত বেশি আমরা সংরক্ষণ করবো, ততো আমাদের ভূ-গর্ভের পানি স্তরটা উপরে উঠে যাবে। আমরা পর্যটকদের সুবিধারর্থে গভীর কয়েকটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক আনারকলি মাহবুব, স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল হক মামুন, এনডিসি মেজবাউল আলম ভুইঁয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের বাস্তবায়নে, শেরপুর জেলা প্রশাসনের পরিকল্পনায় ২ কোটি ৭১ লাখ টাকা ব্যায়ে গজনী অবকাশের সৌর্ন্দয্য বর্ধনের কাজটি পায় ঠিকাদারী প্রতিষ্ঠান দূর্গা এন্টারপ্রাইজ।

পিবিএ/এসএম/হক

আরও পড়ুন...