
বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না এশিয়া কাপের। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই হানা দিয়েছে বৃষ্টি। এতে কোনো ম্যাচ পরিত্যক্ত হয়েছে, আবার কোনোটি গড়িয়েছে রিজার্ভ ডে’তে।
বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলংকা। এ ম্যাচেও হানা দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে টস হতে বিলম্ব হয়। এতে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪৫ ওভারে আনা হয়েছিল। তবে ম্যাচ শুরুর পর ২৭ ওভারের সময় কলম্বোতে আবারো বৃষ্টি নামে।
দ্বিতীয় দফায় বৃষ্টি নামায় আবারো ওভার কাটা হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ৪২ ওভারে অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে পাকিস্তান ব্যাটিং করবে আর ১৪.২ ওভার।
বৃষ্টির শেষে আবারো মাঠে নেমেছে দু’দল। পাকিস্তানে হয়ে ব্যাট হাতে উইকেটে এসেছে মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৭.৪ ওভারে পাঁচ উইকেটে ১৩০ রান। এখন মোহাম্মদ রিজওয়ান ২২ ও ৩ রানে ব্যাটিং করছেন ইফতিখার।