পিবিএ, ঢাকা : রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বিকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে । এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।