১৫ দিনে ৩০৪১ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ

মহাসড়কে ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩ হাজার ৪১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী, মহাসড়কে চলাচলরত এসব যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের ছয়টি রিজিয়ন ব্যবস্থা নেয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) হাইওয়ে পুলিশের এইচআর অ্যান্ড মিডিয়া শাখার অতিরিক্ত ডিআইজি মো. শামসুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, এ সময়ে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন ২ হাজার ৭০৮, কুমিল্লা রিজিয়ন ২ হাজার ৮৭১, বগুড়া রিজিয়ন ২ হাজার ২৭৪, মাদারীপুর রিজিয়ন ১ হাজার ৪১৪, খুলনা রিজিয়ন ১ হাজার ৭৩৩ এবং সিলেট রিজিয়ন ৭৭৮টি প্রসিকিউশন করেছে। সব রিজিয়ন মিলিয়ে এ সংখ্যা ১১ হাজার ৭৭৮টি।
একই সময়ে পাঁচ রিজিয়নের সদস্যরা তিন হাজার ৪১টি অযান্ত্রিক থ্রি-হুইলারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
এরমধ্যে গাজীপুর রিজিয়ন ৮৯৯, কুমিল্লা রিজিয়ন ৭৫৯, বগুড়া রিজিয়ন ৯৯১, মাদারীপুর রিজিয়ন ২৯ এবং খুলনা রিজিয়ন ৩৬৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন...