মেঘনায় পুলিশের অভিযানে জাটকা জব্দ

cp-pba

পিবএ,চাঁদপুর: চাঁদপুর মেঘনা নদীর পাড় থেকে পুরান বাজার পুলিশ ফাঁড়ি পুলিশের অভিযানে৩শ’ কেজি জাটকা জব্দ করে।
৯মার্চ শনিবার সকালে মেঘনা নদীতে জাটকা মাছ ধরে হানারচর ইউনিয়নের রাঢী কান্দি নদীর পাড়ে এনে পাচার করার সময় পুলিশ অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে।
পুরান বাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।
এস আই জাহাঙ্গীর আলম জানায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের পোনা জাটকা সংরক্ষনে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদিতে জাল ফেলা নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ষাটনল থেকে এবং হাইমচর উপজেলা চরভৈরবী হতে লক্ষিপুর জেলার চর আলেকজান্ডার পযন্ত ১০০ কিলোমিটার নদি এলাকা সকল প্রকার জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ করেছে।
কিছু অসাধু জেলেরা সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে অধিক লাভের আশায় মেঘনা নদীতে কারেন্ট জাল ফেলে জাটকা ইলিশ নিধন করছে। তারা নদী থেকে মাছ ধরে তীরে এনে বিভিন্ন জায়গায় সিএনজি দিয়ে পাচার করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হরিনা রাজি কান্দি এলাকায় অভিযান চালিয়ে ৩শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় জেলেরা নদী থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল পাথর নিক্ষেপ করে। জাটকা নিধন বন্ধে নৌ পুলিশের অভিযান এই দুই মাস অব্যাহত থাকবে।
জব্দকৃত মাছগুলো পরে মাদ্রাসা এতিমখানা ও গরিবদের মাঝে বিতরন করা হয়েছে।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...